যুক্তরাষ্ট্রে অন্যের নেটফ্লিক্স পাসওয়ার্ড ব্যবহারকারীকে মাসে গুণতে হবে ৮ ডলার। মূলত গ্রাহক সংখ্যা বৃদ্ধির উদ্দেশেই এ উদ্যোগ নিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। মঙ্গলবার (২৩ মে) এই কঠোর পদক্ষেপের কথা জানানো হয়।
প্ল্যাটফর্মটির বক্তব্য, একটি অ্যাকাউন্ট শুধু একটি বাড়ির জন্যেই নির্ধারিত। পরিবারের সদস্যরা সেটি ব্যবহার করতে পারেন। যার জন্য মাসে ১৫ থেকে ২০ ডলার খরচ করতে হয় মূল ব্যবহারকারীকে। কিন্তু বেশিরভাগ মানুষই বন্ধু বা সহকর্মীদের সাথে পাসওয়ার্ড শেয়ার করেন। সেটির জন্য অতিরিক্ত কোনো অর্থ নেয় না মূল অ্যাকাউন্টধারী। কিন্তু আমেরিকার জন্য এবার বিকল্প উপায় গ্রহণ করলো নেটফ্লিক্স। পাসওয়ার্ড ব্যবহারের বিনিময়ে অ্যাকাউন্টধারীকে মাসে ৮ ডলার দিতে হবে অন্যদের।
যুক্তরাষ্ট্রে ৭ কোটি মানুষের রয়েছে নিজস্ব নেটফ্লিক্স অ্যাকাউন্ট। এর আগে কানাডা, নিউজিল্যান্ড, পর্তুগাল ও স্পেনে ফ্রিলোডিং দর্শকদের ব্লক করে নেটফ্লিক্স।
ইউএইচ/
Leave a reply