‘বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি লিগ জায়গা করে নিবে’

|

ছবি: সংগৃহীত

শীর্ষ দশ-পনেরোয় থাকা তো বহুদূর, সৌদি প্রো লিগ হয়তো এখন ফুটবল বিশ্বের শীর্ষ বিশ লিগের মধ্যেও নেই। তবে এই লিগ দ্রুতই উন্নতি করছে বলে মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের মানে উন্নতির পাশাপাশি আরও তারকা ফুটবলার এলে এবং অবকাঠামোর উন্নতি চলতে থাকলে আস্তে আস্তে এই লিগ বিশ্বের শীর্ষ পাঁচে জায়গা করে নেবে বলে বিশ্বাস পর্তুগিজ কিংবদন্তির।

পর্তুগালের মহানায়ক জানুয়ারিতে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন। এ পর্যন্ত বিশ্বের তিনটি সেরা লিগে খেলা হয়ে গেছে রোনালদোর। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইতালিয়ান সিরি-আ লিগে য়্যুভেন্তাসে খেলেছেন সিআর সেভেন।

৩৮ বছর বয়সী রোনালদো বলেছেন সৌদি প্রতিযোগিতার মান প্রতিদিনই বাড়ছে। যদিও এখানে খেলার অভিজ্ঞতা তার খুব বেশীদিনের না।

সৌদির স্থানীয় একটি চ্যানেলে এ সম্পর্কে রোনালদো বলেন, আমরা এখনই যথেষ্ট ভালো খেলছি, সৌদি লিগ প্রতিদিনই ভালো হচ্ছে। এমনকি আগামী বছর এটি আরো ভালো হবে বলেই আমার বিশ্বাস। যেভাবে এটি অগ্রসর হচ্ছে তাতে বলাই যায় ভবিষ্যতে বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি লিগ জায়গা করে নিবে। তবে এজন্য সময়, খেলোয়াড় ও অবকাঠামোর প্রয়োজন। কিন্তু আমি বিশ্বাস করি এই দেশটির যথেষ্ট সম্ভাবনা আছে।

রোনালদোকে দলে টেনে সৌদি লিগ যথেষ্ট আলোকিত হয়েছে। পুরো বিশ্বের চোখ এখন এই লিগের দিকে। এ মাসের শুরুতে বিভিন্ন গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছে রিয়াদের ক্লাব আল-হিলাল লিওনেল মেসিকে দলে টানতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার (২৩ মে) আল নাসর কঠিন লড়াইয়ের পর আল সাহাবকে ৩-২ গোলে পরাজিত করেছে। ম্যাচে জয়সূচক গোলটি করেছেন রোনালদো। আল নাসরের এই জয়ে আল-ইত্তিহাদের প্রো লিগের শিরোপা জয় আরও কিছুদিন বিলম্বিত হলো।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply