‘পিটিআইকে নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান সরকার’

|

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ (পিটিআই) কে নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান সরকার, বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।

বুধবার (২৪ মে) এ মন্তব্য করেন খাজা আসিফ।

তার অভিযোগ, গত ৯মে পরিকল্পিতভাবেই সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পিটিআই নেতাকর্মীরা। তবে, তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেও দাবি এ মন্ত্রীর।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও বলেন, সামরিক স্থাপনায় হামলার ঘটনা এখনও নিন্দা জানাননি ইমরান খান। উল্টো, তার দলের অনেকের বিরুদ্ধেই মিলেছে এ হামলায় ইন্ধন দেয়ার প্রমাণ। শুরু থেকেই, ৯মে’র নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পিটিআই।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply