তুরস্কে পুরোদমে চলছে দ্বিতীয় ধাপের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি

|

ডেইলি সাবাহ থেকে সংগৃহীত ছবি।

তুরস্কে পুরোদমে চলছে রান-অফ বা দ্বিতীয় ধাপের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি। বুধবার (২৪ মে) নতুন ব্যালট পেপার ও অমোচনীয় স্ট্যাম্প আনা হয় সর্বসম্মুখে। খবর ডেইলি সাবাহর।

তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় ধাপে গড়াচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। তাই, নিরাপত্তা-নতুন নিয়ম-নিরপেক্ষতা নিশ্চিতে চলছে তোড়জোড়। ভোটের চারদিন আগেই, মূল দুই প্রার্থী রিসেপ তাইয়েপ এরদোগান এবং কামাল কিরিচ-দারোগলু’র ছবি সম্বলিত ব্যালট পেপার গণমাধ্যমকে দেখানো হয়। যেখানে, ‘ইয়েস’ লেখা স্ট্যাম্পের মাধ্যমে মতামত জানাবেন ভোটাররা। স্বচ্ছ বক্সে ফেলা হবে ব্যালট পেপার।

সাম্প্রতিক জনমত জরিপ অনুসারে, দারোগলু এগিয়ে আছেন। ভাবা হচ্ছে, জীবনযাত্রার উচ্চ ব্যয় ও নিত্যপণ্যের লাগামহীন মূল্য ভোটদানে প্রভাব ফেলবে। প্রথম ধাপে, কোনো প্রার্থীই ম্যাজিক ফিগার ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেননি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply