২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস

|

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। বুধবার (২৪ মে) ফেডারেল নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

টুইটার স্পেসে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে রিপাবলিকান প্রার্থিতার ঘোষণা দেন রিপাবলিকান নেতা। যেখানে তার সাথে যুক্ত ছিলেন টুইটারের মালিক ইলন মাস্ক। তবে প্রযুক্তিগত ত্রুটিতে বেশিরভাগ ব্যবহারকারী যুক্ত হতে পারেনি অথবা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুরুতে ৬ লাখের মতো শ্রোতা থাকলেও পরে তা নেমে যায় ৩ লাখে। প্রায় আধা ঘণ্টার অডিও সাক্ষাৎকারে শোনা যাচ্ছিলো না কিছুই। তবে এক ঘণ্টার মধ্যে ১ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের কথা জানায় ডিস্যান্টিসের প্রচারণা টিম।

রিপাবলিকান দলের চূড়ান্ত প্রার্থী হতে বেশ কয়েকজন বিগশট নেতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের জনপ্রিয়তম ডোনাল্ড ট্রাম্প। গত বছরের নভেম্বরেই মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন ট্রাম্প।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply