দুর্নীতির অভিযোগ ওঠায় লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগের দাবি জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেছেন, আর্থিক দুর্নীতির প্রমাণ মেলায় দায়িত্বে থাকার অধিকার হারিয়েছেন গভর্নর রিয়াদ সালামেহ। তাই দ্রুততম সময়ের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। খবর আরব নিউজের।
এ নিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, যেহেতু গভর্নরের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে, এখন তাই দুটি পথই খোলা। প্রথমত তাকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত বিচার বিভাগের উচিত এই ব্যাক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া। এর ব্যত্যয় হলে কঠিন পরিণতি বরণ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এসজেড/
Leave a reply