রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৯ মে

|

ছবি : সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৯ মে। চলবে ৩১ মে পর্যন্ত। শনিবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

তিনি বলেন, এ বছর এ, বি ও সি ৩ ইউনিটে বিশেষ কোটাসহ মোট আসন রয়েছে ৪ হাজার ৪৬৭টি। এর বিপরীতে চূড়ান্ত আবেদন জমা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৯১টি। একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৪১৬টি। প্রতিটি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে, সময় এক ঘণ্টা।

তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে মোবাইল ফোনসহ সকল ধরনের ইলেক্ট্রনিকস ডিভাইস পরীক্ষা হলে নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষা চলাকালীন ৩ দিন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাময়িক ভোগান্তির বিষয়টি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন রাবি উপাচার্য। বলেন, চেষ্টা করা হচ্ছে সামনে বছর থেকে পরীক্ষার কেন্দ্রগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো বিভাগীয় শহরে বিকেন্দ্রীকরণের।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply