জুনিয়র হকি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছানি দিচ্ছিল বাংলাদেশের সামনে। এজন্য আজ (২৮ মে) ওমানের সালালায় গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সাথে জয় পেতে হতো লাল-সবুজ জার্সিধারীদের। কিন্তু গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশ হেরেছে ১-৩ গোলের ব্যবধানে।
এবারের বিশ্বকাপে এশিয়া থেকে তিনটি কোটা। স্বাগতিক হিসেবে মালয়েশিয়া সরাসরি বিশ্বকাপ খেলবে। যদিও মালয়েশিয়া এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে। ফলে বাকি তিন সেমিফাইনালিস্টের জুনিয়র হকি বিশ্বকাপ নিশ্চিত ছিল।
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রথম কোয়ার্টারে লীড নেয় কোরিয়া। পরের কোয়ার্টারে দুই দলের কেউ গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আরেকটি গোল করে। বাংলাদেশ দুই গোলে পিছিয়ে পড়েও বিশ্বকাপ যাওয়ার জন্য মরিয়া হয়ে খেলছিল। চতুর্থ ও শেষ কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আরেকটি গোল করলে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হয়। ৫৯ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলটি শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
জুনিয়র এশিয়া কাপে দুই গ্রুপের পাঁচটি করে দল অংশ নিয়েছে। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। বাকি দলগুলো স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।
এএআর/
Leave a reply