তৃতীয় দফা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর থেকেই বিশ্বনেতাদের অভিনন্দনে ভাসছেন রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার (২৮ মে) সন্ধ্যা থেকেই সেন্ট্রাল লন্ডনে শুরু হয় এরদোগান সমর্থকদের উল্লাস। খবর আল জাজিরার।
ফলাফল প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্বনেতারা। দ্বিপাক্ষিক ইস্যু ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ন্যাটোর মিত্র হিসেবে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ইউক্রেনের প্রসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিও জানিয়েছেন অভিনন্দন।
এছাড়া পাকিস্তান, সুইডেন, সৌদি আরব, স্পেন, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এরদোগানের সাথে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এদিকে আবারও এরদোগান নির্বাচিত হওয়ায় উৎসবে মেতেছে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সমর্থকরা।
এটিএম/
Leave a reply