নাটোরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজহার আলী হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রবিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তিনি। এ সময় বিচারক মোছা. কামরুন্নাহার রবির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রবি একই ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজহার আলীকে হত্যার পর মাঠের ভেতর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে এই ঘটনায় হত্যা মামলা দায়ের হলে ৬ নম্বর আসামি করা হয় রবিউল ইসলাম রবিকে। ওই মামলায় আদালতে হাজিরা দিতে আসেন রবি। পরে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রবির নামে চৌগ্রাম বেলঘড়িয়া এলাকার শিল্পী খাতুন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। শিল্পী হত্যা মামলার প্রধান আসামিও সে। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এসে মামলার বাদীসহ অন্যদের হুমকি দেয়ার পাশাপাশি জমি, পুকুর দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে ২০২০ সালে সেপ্টেম্বর মাসে নৈতিকতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বারিক চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবিকে আওয়ামী লীগের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়ে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সিংড়া উপজেলা কমিটিকে সুপারিশ করেছিল। কিন্তু সে সুপারিশ আমলে নেয়নি উপজেলা আওয়ামী লীগ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply