বিড়ালসহ অন্যান্য চতুষ্পদ প্রাণী রাখায় নিষেধাজ্ঞা আরোপ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হল প্রশাসন।
সোমবার (২৯ মে) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুরশেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহানারা ইমাম হলের অভ্যন্তরে কোনো কোনো ছাত্রী বিড়াল পোষেন। এর ফলে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। এ কারণে যারা বিড়াল বা অন্যান্য চতুষ্পদ প্রাণী পুষছেন, তাদের আগামী ৫ জুনের মধ্যে সেসব প্রাণী হলের বাইরে রেখে আসার জন্য বলা হলো। অন্যথায়, ৬ জুন থেকে হল প্রশাসন ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিড়াল ও অন্য চতুষ্পদ প্রাণী সরাতে ব্যবস্থা নেবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ মুরশেদা বেগম গণমাধ্যমকে জানান, হলে থাকা বিড়াল অনেক সময় ছাত্রী ও কর্মচারীদের আঁচড় দেয়। এ ঘটনায় কয়েকজন আমাকে অভিযোগ দিয়েছেন। যেসব ছাত্রী আবাসিক হলে বিড়াল পুষছেন, তারা যাতে আর হলে বিড়াল না পোষেন, সে বিষয়ে আমি তাদের জানিয়েছি। বিড়ালগুলোর কারণে হল ও ডাইনিংয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। সবার কথা চিন্তা করেই একরকম বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
/এসএইচ
Leave a reply