‘সামরিক আদালতের মুখোমুখি হতে পারেন ইমরান খান’

|

পাকিস্তানে হওয়া সহিংসতা-অগ্নিসংযোগ মামলায় ইমরান খানেরও সামরিক আদালতে বিচার হতে পারে। মঙ্গলবার (৩০ মে) এ সম্ভাবনার কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ্। খবর আল জাজিরার।

রানা সানাউল্লাহ্‌ জানান, গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ঘুষ গ্রহণ মামলায় গ্রেফতার করা হয় ইমরান খানকে। তারই জেরে রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে আগুন দেয় বিক্ষোভকারীরা। লাহোরের কমান্ডারের বাড়ি জিন্নাহ হাউসেও করা হয় অগ্নিসংযোগ। দুই দিনের সহিংসতায় প্রাণ হারান ৮ জন, অহত তিনশর কাছাকাছি। তাছাড়া, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে জড়ানোয় আটক হন ১৯শ’ বিক্ষোভকারী। ইমরান খানের বিরুদ্ধে আনা হচ্ছে উসকানি দেয়ার অভিযোগ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, পিটিআইর দাবি, তাদের ১০ হাজারের বেশি কর্মী-সমর্থককে বিনা অপরাধে গ্রেফতার করেছে সরকার। নারী রাজনীতিকদের ওপর চালানো হচ্ছে অত্যাচার-নিপীড়ন। চাপ প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক অঙ্গন ছাড়তে বাধ্য করছে শীর্ষ নেতাদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply