মার্কিন ঋণসীমা বাড়ানোর প্রস্তাব কংগ্রেসের নিম্নকক্ষে পাস

|

অবশেষে ঋণসীমা বাড়ানোর প্রস্তাব পাস হলো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষে। বুধবার (৩১ মে) ৩১৪-১১৭ ভোটে পাস হয়েছে বিলটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ঋণ খেলাপি হওয়ার আগ মুহূর্তে একমত হলেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা। এর ফলে বর্তমান জাতীয় ঋণ সীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের তুলনায় বেশি অর্থ ঋণ নিতে পারবে দেশটির সরকার।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে বিলটির ওপর বিতর্ক শুরু হয় হাউসে। বক্তব্য দেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলীয় নেতারা। প্রায় এক ঘণ্টা বিতর্কের পর হয় ভোটাভুটি। আগামী সপ্তাহে সিনেটে উত্থাপন হবে বিলটি। সেখানে পাস হলে চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে।

এদিকে, আগামী ৫ জুনের মধ্যে ঋণসীমা বাড়াতে না পারলে কোষাগার শূন্য হয়ে যাবে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটির। এর ফলে রয়েছে খেলাপি হওয়ার আশঙ্কা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply