চলতি বছর পূর্ব জেরুজালেম ও দখলকৃত পশ্চিম তীরে ১১২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এসময়, ৫৭৫ জন ফিলিস্তিনির বসতবাড়িও ধ্বংস করেছে তারা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
শুক্রবার (২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় জাতিসংঘের কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স।
জাতিসংঘ জানিয়েছে, ২০২৩ সালের শুরু থেকে মে মাসের ২৯ তারিখ পর্যন্ত ১০৭ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। আর ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হন ৪২২৯ জন। এ সময়, ৫৭৫ ফিলিস্তিনির বসতবাড়ি ধ্বংস করেছে ইসরায়েলি দখলদার বাহিনী।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ এর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কট্টরপন্থী ইহুদি দখলদাররা ৪০৯টি হামলা চালিয়েছে ফিলিস্তিনিদের ওপর। এসব হামলায় নিহত হয়েছেন ৫ জন আর আহত হন অন্তত ১০৫ জন।
রিপোর্টে আরও বলা হয়, এ সময় ফিলিস্তিনই ভূখণ্ড ও দখলকৃত ইসরায়েলি এলাকায় ফিলিস্তিনিদের হামলায় প্রাণ হারিয়েছে ১৮ ইসরায়েলি। এসব হামলায় আহত হয়েছেন ১১১ জন।
/এসএইচ
Leave a reply