সিলেট ব্যুরো:
বৃহত্তর সিলেট অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থে সিলেট থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
জানা গেছে, শনিবার (৩ জুন) সকাল ১১.৫৪ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৪৬ জন হজযাত্রী নিয়ে প্রথম ডেডিকেটেড ফ্লাইট বিজি ৩৪৩১ মদিনার উদ্দেশে যাত্রা করেছে। ফ্লাইটটি মদিনা পৌঁছাবে স্থানীয় সময় বিকেল ৪.১০ মিনিটে। এর আগে সিলেট থেকে সরাসরি জেদ্দায় ফ্লাইট উড়াল দিলেও মদিনার উদ্দেশে এটিই প্রথম ফ্লাইট।
এ বছর সিলেট-জেদ্দা রুটে পাঁচটি এবং সিলেট-মদিনা রুটে একটি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ।
এএআর/
Leave a reply