‘প্রস্তাবিত বাজেটের রাজস্ব লক্ষ্য অর্জন করা কঠিন’

|

প্রস্তাবিত বাজেটে যে রাজস্ব লক্ষ্য ধরা হয়েছে তা অর্জন করা কঠিন। এক্ষেত্রে কর প্রশাসনকে ঢেলে সাজানোর বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

শনিবার (৩ জুন) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে ছায়া সংসদে সামনে আসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নানাদিক। এ সময় আহসান এইচ মনসুর এই মন্তব্য করেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বলা হয়, ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ আয় বাড়াতে হবে। পণ্যমূল্য এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। রাজস্ব আয়ে প্রতিবছরই উচ্চ লক্ষ্যমাত্রা দেয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তা পূরণ হয় না। বাজেটে ঘাটতি অর্থায়নের উৎস স্পষ্ট নেই।

এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, কর প্রশাসনের দুর্বলতার কারণে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো থেকে সঠিকভাবে কর আদায় করা যাচ্ছে না। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও বাজেটে স্পষ্ট কোনো পথ-নকশা নেই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply