দোনেৎস্কে অনুপ্রবেশ, আড়াইশ’ ইউক্রেনীয় সেনা নিহত: রাশিয়া

|

দোনেৎস্ক এলাকায় ইউক্রেনের অনুপ্রবেশ এবং হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে রুশ বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রোববারের এ অভিযানে আড়াইশ’র মতো ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, রোববার সকালে দোনেৎস্কের দক্ষিণাঞ্চলীয় পাঁচটি ফ্রন্টলাইনে একযোগে হামলা চালানো হয়। দাবি- ইউক্রেন সশস্ত্র ছয়টি পদাতিক বাহিনী এবং দুই ট্যাংক ব্যাটেলিয়ন নিয়ে সীমান্তে অনুপ্রবেশ করে। অবশ্য রাশিয়ার প্রতিরোধ বাহিনীর সামনে টিকতে পারেনি ইউক্রেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

জানানো হয়, এ হামলায় অন্তত ১৬টি ট্যাংক, ২৪টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। প্রাণ হারিয়েছেন আড়াইশ’র মতো সেনা। এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ।

রাশিয়া গত বছরের সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে ইউক্রেনের যে ৪টি অঞ্চল নিজ ভূখণ্ডের অংশ দাবি করে; তার অন্যতম একটি অঞ্চল হচ্ছে দোনেৎস্ক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply