হিলি প্রতিনিধি:
ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। গতকাল রোববার কৃষি মন্ত্রণালয় থেকে দেশে পেঁয়াজ আমদানিতে অনুমতিপত্র বা আইপি ঘোষণা দেয়ার পর থেকেই আমদানিকারকরা এই প্রস্তুতি নিতে শুরু করেছেন।
হিলি স্থলবন্দরের প্রায় ২০ হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে আগে থেকেই ব্যবসায়ীদের আবেদন করা আছে বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা। তারা বলছেন, যেসমস্ত এলসির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে সেসব এলসি সংশ্লিষ্ট ব্যাংক থেকে আজ সোমবার হালনাগাদ করে আজই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করা হবে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে আসবে। হিলির বাজারে গতকাল প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকায়।
ইউএইচ/
Leave a reply