রাশিয়ার বিভিন্ন শহর থেকে বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির শতাধিক সমর্থককে আটক করেছে পুলিশ। রোববার (৪ জুন) নাভালনির ৪৭তম জন্মদিন উপলক্ষে রাজপথে নেমেছিল অনুসারীরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রাশিয়ার ২৩ শহরে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিরোধীরা। মস্কো ও সেন্ট পিটার্সবার্গে সবচেয়ে বড় সমাবেশ হয়। বন্দি প্রধান বিরোধী নেতার মুক্তির দাবিতে শ্লোগান দেন সমর্থকরা। যুদ্ধবিরোধী আওয়াজও তোলেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ব্যাপক ধরপাকড় চালায়।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
বেসরকারি একটি পর্যবেক্ষক সংস্থা জানায়, মোট ১০৯ জনকে আটক করা হয়েছে।
দুর্নীতিসহ বিভিন্ন মামলায় সর্বোচ্চ ১১ বছরের সাজা ভোগ করছেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি। সন্ত্রাসবাদের অভিযোগে চলমান একটি মামলায় দোষী সাব্যস্ত হলে ৩০ বছরের কারাদণ্ড হতে পারে নাভালনির।
ইউএইচ/
Leave a reply