৯ জেলায় ৪৫-৬০ কি.মি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

|

তীব্র দাবদাহে নাকাল দেশের জনজীবন। এরই মধ্যে ৯ জেলায় ৪৫-৬০ কি.মি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা ব্জ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (৫ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply