এবার বেলগোরদের শহর দখলের দাবি ইউক্রেনপন্থী সশস্ত্র গোষ্ঠী আরভিসির

|

বেলগোরদের একটি শহর দখল করেছে ক্রেমলিন বিরোধী রুশ বাহিনী রাশিয়ান ভলান্টিয়ার কর্পস (আরভিসি)। সোমবার (৬ জুন) প্রকাশিত এক ভিডিও ফুটেজে এমন দাবি করা হয়। খবর রয়টার্সের।

বলা হচ্ছে, নোভায়া তাভোল-ঝাংকা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনপন্থী গোষ্ঠীটি। তাদের সদস্যরা টহল দিচ্ছে শহরে এমন একটি ভিডিও প্রকাশ করা হয়। আরেকটি ফুটেজে গোষ্ঠীটির সামরিকযানের ছবি দেখা যায়।

দখলকৃত শহরটিতে বসবাস করেন ৫ হাজার বাসিন্দা। এমন সময় আরভিসি এ দখলের দাবি করলো, যার একদিন আগেই বেলগোরদে প্রবেশে ইউক্রেনের একটি চেষ্টা নস্যাতের দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অভিযানে ১০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয় বলেও দাবি করা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply