‘ঢাকা উত্তরে নগর পরিকল্পনাবিদদের সিদ্ধান্ত ছাড়া গাছ কাটা যাবে না’

|

ঢাকা উত্তর সিটিতে নগর পরিকল্পনাবিদসহ সমন্বিত সিদ্ধান্ত ছাড়া উন্নয়নের জন্য কোনও গাছ কাটা যাবে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার (৬ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। বললেন, ঢাকা মহানগর উত্তরে বৃক্ষরোপণ ও পরিচর্যায় প্রতি কিলোমিটারে ১ জন করে ১০০ জন মালি নিয়োগ দেয়া হবে। দুই লাখ গাছ আগামী দুই বছরে লাগানোর পরিকল্পনা বাস্তবায়নে পরিবেশকর্মীদের সম্পৃক্ত করা হয়েছে। সেইসঙ্গে বন বিভাগকেও যুক্ত করা হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ঢাকার মাঝখানে কারওরান বাজার রাখা যাবে না বলেও জানান মেয়র আতিকুল ইসলাম। আরও জানালেন, আগামী বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্যসহ সকলে মিলে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply