বিদেশি ঋণের প্রকল্পে অগ্রাধিকার দিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ঋণের এসব অর্থ মিললে ডলারের যোগান কিছুটা বাড়বে।
মঙ্গলবার (৬ জুন) একনেক সভায় এ নির্দেশ দেন তিনি। মন্ত্রী, সচিবসহ প্রশাসনের কর্মকর্তাদের প্রাপ্যতার অতিরিক্ত গাড়ি বা আসবাবপত্র ব্যবহার করছেন কি না তা-ও খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিন একনেক সভায় মোট ১৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ১১ হাজার ৩৮৭ কোটি টাকা।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রুটে নতুন রেললাইন নির্মাণের ব্যয় বাড়ানো হয়েছে। বাস্তবায়নের মেয়াদ বেড়েছে ৫ বছর। এ সংক্রান্ত সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ২০১২ সালে প্রথম দফায় নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৮৪৮ কোটি টাকা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, মে মাসে মূল্যস্ফীতি কমবে এমন ধারণা থাকলেও উল্টো বেড়েছে। সরকারের যত কৌশল আছে সব প্রয়োগ করে পণ্য ও সেবার দাম কমিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।
/এমএন
Leave a reply