মিয়ানমারে বন্দুকধারীর গুলিতে আহত জান্তাপন্থি সঙ্গীতশিল্পী লিলি নেইং-য়ের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) ইয়াঙ্গুনের হাসপাতালে মারা যান তিনি। খবর বিবসির।
এক সপ্তাহ আগে মাথায় গুলিবিদ্ধ হন লিলি। অভিযোগ, সেনাশাসন বিরোধীরা হামলা চালিয়েছে তার ওপর। লিলিকে হত্যার দায়ে আটক করা হয়েছে দু’জনকে। সেনা বিরোধী একটি গেরিলা গ্রুপের সদস্য তারা। এর কয়েক ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের শিকার হন আটককৃত একজনের পরিবারের দুই সদস্য। ক্ষমতাসীন সেনাশাসকদের সাথে বেশ নিবিড় সম্পর্ক ছিল ৫৮ বছর বয়সী লিলির। সেনাদের তথ্যসূত্র হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
লিলির মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে জান্তা সমর্থক তারকাদের মাঝে। তার ওপর হামলার চারদিন আগেই গুলিবিদ্ধ হন আরও এক নাম করা জান্তা সমর্থক। নিরপরাধ নাগরিকদের ওপর হামলায় ক্ষোভ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে মিয়ানমারের জান্তা সরকার।
এটিএম/
Leave a reply