ডলারের বিপরীতে ব্যাপক দরপতন ঘটলো তুরস্কের নিজস্ব মুদ্রা লিরার। বুধবার (৮ জুন) ৭ শতাংশ পর্যন্ত দর হারায় তুর্কি মুদ্রা। এদিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রার মান কমে দাঁড়ায় ২৩ দশমিক ১৭ লিরায়। খবর রয়টার্সের।
ফলে এ বছর লিরার পতন হয়েছে ১৯ শতাংশ পর্যন্ত। বেশিরভাগ সময় পরিস্থিতি স্থিতিশীল রাখতে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ ব্যবহার করা হয়েছে। তাতে গত মাসে তুরস্কের রিজার্ভ কমে দাঁড়ায় ৪ দশমিক ৪ বিলিয়ন ডলারে। ২০২১ সালের অর্থনৈতিক বিপর্যয়ের পর আবারও টালমাটাল পরিস্থিতিতে পরলো দেশটির বাজার।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এ অবস্থায় ব্যবসায়ীরা মনে করছেন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে সরে উন্মুক্ত বাজার ব্যবস্থায় প্রবেশ করবে তুরস্ক। মূলত সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোগান পুনরায় জয় পাওয়ায় চাপ বাড়ে লিরার ওপর।
/এমএন
Leave a reply