সাতক্ষীরা প্রতিনিধি:
টানা তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো সাতক্ষীরায়। প্রশান্তির এ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনমনে। শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। সঙ্গে ছিল ঝড়ো হাওয়া।
সাতক্ষীরা শহরের বাসিন্দা আবির হাসান জানান, তীব্র গরমের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। একদিকে লোডশেডিং অন্যদিকে তাপদাহ। এর মাঝে আজকের বৃষ্টির ফলে অনেকটা স্বস্তি লাগছে।
সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, তাপদাহে সাতক্ষীরার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির ফলে তাপমাত্রা এখন থেকে কমে যাবে। আজ ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে হালকা বাতাস ছিল।
তিনি বলেন, আগামী এক থেকে দুইদিন আবহাওয়া পরিস্থিতি এমন থাকার সম্ভাবনা রয়েছে।
এএআর/
Leave a reply