সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া

|

ছবি : সংগৃহীত

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বলকান দেশ সার্বিয়া। শুক্রবার (৯ জুন) রাজধানী বেলগ্রেডের রাস্তায় নামেন হাজার-হাজার মানুষ। খবর রয়টার্সের।

গত মে মাসে দেশটিতে দুটি ম্যাস শ্যুটিং চালানো হয়। যাতে প্রাণ হারান কমপক্ষে ১৮ জন। সহিংসতার এই সংস্কৃতি ছড়িয়ে পড়ায় সরকারকে দোষারোপ করছে সাধারণ মানুষ।

তাদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল যথেষ্ট গাফিলতি। এ ঘটনায় প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিস, স্বরাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা প্রধানের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। পার্লামেন্ট ভবনের সামনে তারা জড়ো হন। পরে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে করেন ধর্মঘট।

গত ৩ মে এক কিশোরের ছোঁড়া গুলিতে প্রাণ যায় প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর। মাত্র একদিনের ব্যবধানে এক ব্যক্তি হত্যা করেন ৮ জনকে। বিক্ষোভকারীদের দাবি, কিছু গণমাধ্যম এবং সংবাদপত্র সহিংসতা উস্কে দেয়ার জন্য দায়ী। তাদের লাইসেন্স জব্দের দাবি তোলেন তারা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply