কিউবায় ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে মধ্য ও পূর্বাঞ্চল

|

ব্যাপক বন্যার কবলে কিউবার মধ্য ও পূর্বাঞ্চল। দুর্গত এলাকাগুলোয় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। খবর রয়টার্সের।

এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে কয়েকশ’ মানুষকে। তীব্র ঝড়-বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেশটিতে। নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে রাস্তাঘাট। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। বিভিন্ন স্থানে পানি ঢুকে পড়েছে আবাসিক ভবনেও। বিধ্বস্ত অনেক সড়ক ও সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন প্রত্যন্ত অনেক এলাকায়।

আরও দু’দিন ভারি বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানায় দেশটির আবহাওয়া বিভাগ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply