সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। কিন্তু, নিজেকে জড়িয়ে এসব আলোচনা মোটেও পছন্দ করছেন না তিনি। কারণ, যা আলোচনা হচ্ছে তার কোনোটির সাথেই সম্পৃক্ত নন তিনি। বলেন, এটা একজন জীবিত মানুষের জন্য খুবই কষ্টকর যখন তার সম্পর্কে খবর বেরোয় যে সে আর বেঁচে নেই।
শনিবার (১০ জুন) বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে অভিনেত্রী সাফা কবির জানান তার পরিবার ও তার ব্যক্তিগত নানা ভোগান্তির কথা। সবাইকে অনুরোধ জানান, না জেনে কোনো কথা বা তথ্য না ছড়াতে।
সাফা বলেন, দর্শকদের কিছু কথা জানা উচিত। গতকাল শুক্রবার (৯ জুন) একটি গুজব ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। বলা হয় যে, আমি নাকি বেঁচে নেই। আমি নাকি মারা গেছি। এটা একজন জীবিত মানুষের জন্য খুবই কষ্টকর যখন তার সম্পর্কে খবর বেরোয় যে সে আর বেঁচে নেই। যারা এই লাইভ দেখছেন বা পরে দেখবেন তারা প্লিজ একটা বিষয় একটু ভেবে দেখবেন যে, আমার জায়গায় যদি আপনি বা আপনারা থাকেন আর আপনাদের সম্পর্কে খবর বেরোয় যে আপনি মারা গেছেন। এটা আপনাকে ও আপনার পরিবারের জন্য কতোটা আতঙ্কের বিষয়!
আমার ব্যাপারে না জেনেই এবং কোনো কারণ ছাড়া এরকম একটা নিউজ হলো এটা আমার বাবা-মায়ের জন্যও দুঃখজনক। না জেনে না শুনে এরকম নিউজ করে দেয়াটা অনেক সহজ হয়ে গেছে আজকাল। হয়তো কথা হচ্ছে বা ভাইরাল হচ্ছে। দেখুন, আমি আসলে খুবই ক্ষুদ্র একটা মানুষ। আমার মনে হয় যে, নিউজ করার আগে অবশ্যই জেনে করা উচিত। না জেনে নিউজে কাউকে মৃত ঘোষণা করে দেয়াটা কোনো সাংবাদিকতার পর্যায়ে পড়ে না।
সাফা আরও বলেন, আমি লাইভে এসেছি কারণ নিউজে যা বলা হয়েছে তা ভুল। এটা আমার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। বিগত কয়েক বছর ধরেই দেখছি যে আমাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কনফিউশনের সৃষ্টি হচ্ছে। সমস্ত কনফিউশনের দায় আমি আমার কাঁধেই নিচ্ছি। দেখুন, আমি বিনোদন জগতে কাজ করি, তবে আমার এমন অনেক ভক্তই আছেন যারা আমার ব্যক্তিগত জীবন নিয়েও জানতে চান বা আগ্রহ দেখান। এর আগেও বেশ কিছু ইন্টারভিউয়ে আমি একাধিকবার উল্লেখ করেছি যে আমার বাবা-মা ও পরিবারের সদস্য কারা। অনেকে দেখেছেনও আমার পরিবারের সদস্যদের। তারপরও এই কনফিউশনটা কেনো হয় আমি জানি না।
সাফা জানান, যারা আজকে আমার এই লাইভটা দেখছেন তাদের কাছে আমার সবিনয় অনুরোধ প্লিজ আমার কথাগুলো একটু মনযোগ দিয়ে শুনবেন। আমার বাবার নাম- হুমায়ুন কবির (সবুজ)। আমার মায়ের নাম জেসমিন কবির। আমি শাহরিয়ার কবির সাহেবের মেয়ে না। সম্মানের সাথেও এটিও জানাতে চাই যে আমি আসলে শাহরিয়ার কবির সাহেবকে চিনিও না। তার সাথে আমার কোনো ধরনের পরিচয় নেই। তার সাথে আমার কখনও দেখাও হয়নি। এমনকি আমার পরিবারের কোনো সদস্যও তাকে চেনেন না। তার সাথে আমার বা আমার পরিবারের কারো কোনোধরনের কোনো সংযোগ নেই। আপনাদের পরিচিত অন্যকোনো ‘কবির’ এর সাথে প্লিজ আমাকে আর জড়াবেন না। আমি একটা মুসলিম ফ্যামিলির মেয়ে। আপনারা যেমন মহান আল্লাহ তায়ালাকে ভয় করেন। আমিও ভয় করি। আমি আমার জায়গা থেকে আমার ধর্ম পালন করছি। ভুল ত্রুটি থেকে আমি প্রত্যেকদিন আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ হয়তো আমাকে মাফ করে দেবেন।
সাফা কবির বলেন, এর আগে, ২০১৯ সালে দেয়া একটি ইন্টারভিউয়ে ভুলবশত আমি একটি ভুল শব্দ উচ্চারণ করে ফেলি। এটা নিয়ে আমি অনেকবার বলেছিও। হয়তো লাইভে যাইনি ওই ইস্যুতে। আসলে সবসময় লাইভে আসা যায় না। আর আমি স্বভাবে কিছুটা ইন্ট্রোভার্ট। তাই সবসময় সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলিও না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে না, আমি আসলে আমার কাজের মাধ্যমেই বেঁচে থাকি। ২০১৯ এর ওই ঘটনার পর আমার ফ্যামিলি বেশ বাজে কিছু পরিস্থিতির শিকার হয়েছিল। এটা কাটিয়ে উঠতেও আমার অনেক সময় লেগেছে। সো প্লিজ, এমন কিছুর সাথে আমার নাম জড়াবেন না। অনেক সময়ই কমেন্টে অনেকে লেখেন যে, আমি নাস্তিক। আপনারা শুনে রাখুন, আমি নাস্তিক না । আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ যে, আজকের পর থেকে আমার নামের পাশে ‘শাহরিয়ার কবির’ বা ‘নাস্তিক’ এই শব্দগুলো ব্যবহার করবেন না। অনুরোধের বেশি কিছু করার ক্ষমতা বা শক্তি আমার নেই। আমার কাজ যদি আপনাদের মনে এতোটুকু জায়গাও তৈরি করতে পারে তাহলে আশা করবো যে, আমার এই কথাগুলো আপনারা মনে রাখবেন।
সাফা বলেন, দেখুন, প্রত্যেকটা সন্তানই চায় যে তার বাবা-মা ভালো থাকুক। আমি আমার বাবা-মায়ের একমাত্র সন্তান। এজন্য, আমার বাবা-মা আমার প্রতি অনেক সেনসিটিভ। এজন্য আমিও চাই আমার বাবা-মাকে ভালো রাখতে। আপনারা সোশ্যাল মিডিয়ায় যেসব কথাবার্তা বা তথ্য ছড়ান সেগুলো আমার বাবা-মাকে অনেক এফেক্ট করে। এজন্য, আপনারা দয়া করে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। আমার কোনো কথার মধ্যে যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দেবেন।
সাফা কবির বলেন, সেসব সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ যারা গতকালকের পর আমাকে ফোন করে জানার চেষ্টা করেছেন যে আমি আসলে কেমন আছি বা আমি ঠিক আছি কি না। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা আমার জন্য অনেক বড় শক্তি। আপনাদের সবার প্রতি অনুরোধ যে, প্লিজ কারো ব্যাপারে কিছু না জেনে কিছু ছড়াবেন না।
/এসএইচ
Leave a reply