এক সপ্তাহে দুইটি বিশ্বরেকর্ড গড়লেন কিপিগন

|

ছবি: সংগৃহীত

এক সপ্তাহের মধ্যে দুইটি বিশ্বরেকর্ড গড়ে প্রশংসায় ভাসছেন কেনিয়ার অ্যাথলেট ফেইথ কিপিগন। ডায়মন্ড লিগের ৫ হাজার মিটার এবং ১৫০০ মিটার দৌড়ে দ্রুততম সময়ে রেস শেষ করার রেকর্ড করেন তিনি।

গত শুক্রবার (৯ জুন) ডায়মন্ড লিগে ৫ হাজার মিটারের দৌড় শেষ করতে কিপিগন সময় নেন ১৪ মিনিট ৫.২০ সেকেন্ড। এর আগে, ১৪ মিনিট ৬.২ সেকেন্ড সময় নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন ইথিওপিয়ার অ্যাথলেট লেতেসেনবেট গিদে।

এছাড়া, জুনের ২ তারিখে মেয়েদের ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় কিপিগন আরও একটি রেকর্ড গড়েছেন। যেখানে তিনি রেসটি শেষ করেন ৩ মিনিট ৪৯ দশমিক এগারো সেকন্ডে। ভেঙে দেন ২০১৫ সালে ইথিওপিয়ার জেনজেবে দিবাবার গড়া ৩ মিনিট ৫০ দশমিক শূন্য সাত সেকেন্ডের রেকর্ড।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply