ভিসানীতির কারণে সমাবেশের অনুমতি পেয়েছে জামায়াত: গয়েশ্বর

|

ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ফটো

ভিসানীতির কারণে জামায়াতকে সমাবেশের অনুমতি দিতে সরকার বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, এই সরকারের এখন বিলাপের সময়। সংলাপ করার সময় সরকারের হাতে নেই।

সোমবার (১২ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ঐক্য পরিষদের আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। বলেন, জামায়াত কেন এতোদিন সভা সমাবেশ করতে পারলো না সেটাই অস্বাভাবিক। তিনি আরও বলেন, ভিসানীতির কারণে ভয়ে সরকারের মন্ত্রী এমপিদের রক্তে সুগার বেড়ে গেছে।

তিনি বলেন, পশ্চিমারা এখন বুঝতে পারছে জঙ্গি দমনের নামে সরকার ব্যাপকহারে গুম ও ক্রসফায়ার করেছে। গয়েশ্বর চন্দ্র বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে দেশের মানুষের মঙ্গল হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply