রশিদ খান না থাকলেও ম্যাচ জেতা সম্ভব: হাশমতউল্লাহ

|

ছবি: সংগৃহীত

মিরপুরে একমাত্র টেস্টে বুধবার (১৪ জুন) স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। এই টেস্টে বিশ্রামে বাংলাদেশ ও আফগানিস্তানের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও রশিদ খান। রশিদ খান না থাকলেও ম্যাচ জেতা সম্ভব বলেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। 

সোমবার (১২ জুন) সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক বলেন, রশিদ খানকে ছাড়া খেলা একটু চ্যালেঞ্জিং। সে আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলার আছে, অন্য অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশাআল্লাহ।

হাশমতউল্লাহ আরও বলেন, এই টেস্টে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও বিশ্রামে, একই ভাবে আমাদের সেরা তারকা রশিদ খানও বিশ্রামে। তবে রশিদ খানকে ছাড়াও ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে।

২০১৯ সালে চট্টগ্রামে টাইগারদের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে নেমেই জয় তুলে নেয় আফগানিস্তান। সেই জয় অনুপ্রেরণা জোগাবে জানিয়ে আফগান অধিনায়ক বলেন, বাংলাদেশে আমরা একটা টেস্ট খেলে জয় পেয়েছি। সেই টেস্ট আমাদের জন্য অনুপ্রেরণার।

/আরআইএম 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply