ফৌজদারি মামলায় আদালতে হাজিরা দিতে ফ্লোরিডায় ট্রাম্প, শুনানি হবে আজ

|

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (১৩ জুন)। আদালতে হাজিরা দিতে নিউ জার্সি থেকে ফ্লোরিডা গিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। খবর নিউইয়র্ক টাইমসের।

স্থানীয় সময় দুপুর ৩টায় শুনানি অনুষ্ঠিত হবে। এই শুনানিকে ঘিরে সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী। অবশ্য খোশ মেজাজেই ঘুরে বেড়াতে দেখা যায় ট্রাম্পকে। ফ্লোরিডায় উঠেছেন নিজের মালিকানাধীন ডোরাল রিসোর্টে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অপরাধ মামলায় চলতি বছর দ্বিতীয়বারের মতো আদালতের মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি সরানোসহ ৩৭টি অভিযোগে মামলা চলছে তার বিরুদ্ধে। ট্রাম্পের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে বিচারব্যবস্থাকে হাতিয়ার বানিয়েছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। এমন সময়ে তাকে অভিযুক্ত করা হলো, যখন আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়নের দৌঁড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply