জুলাই থেকে টিসিবির পণ্যে যুক্ত হবে ৫ কেজি চাল: বাণিজ্যমন্ত্রী

|

জুন মাসের টিসিবির পণ্য ঈদের আগেই সকল সুবিধাভোগীদের হাতে তুলে দেয়া হবে। আর আগামী মাস থেকে টিসিবির পণ্য তালিকায় ৫ কেজি চালও যুক্ত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজারে জুন মাসে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। আরও জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতি মাসে এক কোটি দরিদ্র পরিবারকে কম দামে তেল, ডাল ও চিনি দেয়া হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

টিপু মুনশি বলেন, এই মাসে ভোজ্যতেলের দাম ১০ টাকা কমানো হয়েছে। অর্থাৎ তারা ১১০ টাকার পরিবর্তে ১০০ টাকায় তেল কিনতে পারবে। বিশ্ববাজারে তেলের দাম যদি আরও কমে তবে তার সঙ্গে সমন্বয়ে রেখে দাম নির্ধারণ করা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply