কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে বশির উল্লাহ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এইচ/৩২ এর ফজু মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৩ জুন) সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসও গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ক্যাম্পের বাসিন্দা বশির উল্লাহ গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বশিরকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএআর/
Leave a reply