রাঙ্গামাটিতে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণের অভিযোগ

|

চট্টগ্রাম ব্যুরো:

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃতরা হলেন সোহাগ, রূপক ও বিশ্বজিৎ।

সোমবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের লংদুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লংদুপাড়ায় এনডিই ভবনের দেয়াল নির্মাণের কাজ করতেন ওই তিন শ্রমিক। সন্ধ্যায় কাজ শেষে লেবার শেডে ফেরার সময় ৫-৬ জনের সন্ত্রাসীদল তাদের পথরোধ করে। পরে তাদের একটি গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়।

অপহৃত সোহাগ ও রূপক সম্পর্কে আপন দুই ভাই। তারা নেত্রকোনার পূর্বধলা থানার সাতকাঠি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। আর বিশ্বজিতের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার ধলধলিয়া গ্রামে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তিপণের জন্য তিন শ্রমিককে অপহরণ করা হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply