রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জুন) রাতে দিঘীরপাড় এলাকায় ওই দম্পতির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী খাদিজা বেগমের সাথে কথা কাটাকাটি হয় স্বামী মোরশেদ আলমের। একপর্যায়ে ছুরি দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে সে। এ সময় খাদিজার চিৎকারে আশপাশের লোকজন এসে মোরশেদকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী খাদিজা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ভর্তি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএআর/
Leave a reply