ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে জাপা’র প্রার্থী কারা হচ্ছেন জানা যাবে আজ

|

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে কারা জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন তা জানা যাবে আজ বুধবার (১৪ জুন)। মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

এই দুই আসনে জাপা’র হয়ে লড়তে যারা মনোনয়ন সংগ্রহ করেছিলেন তাদের সাক্ষাতকার নেন সিনিয়র নেতারা। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে চান রাকিন আহমেদ ভূঁইয়া। তিনি পিলখানা হত্যাযজ্ঞে নিহত সাবেক বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে।

বোর্ডের সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ড ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। এছাড়া জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, জাতীয় মহিলা পার্টির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৭ জুলাই এবং চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply