ঈদযাত্রা: রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

|

ফাইল ছবি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বুধবার (১৪ জুন)। এবার দুই ধাপে ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ১২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এবারও অনলাইনেই সব টিকিট বিক্রি করা হবে। তবে এবার বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

রেলকর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ। একইভাবে ২৫ জুনের টিকিট ১৫ জুন, ২৬ জুনের টিকিট ১৬ জুন, ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট বিক্রি হবে ১৮ জুন।

এছাড়া ঈদ পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২২ জুন থেকে। ওইদিন ২ জুলাইয়ের টিকিট দেয়া হবে। একইভাবে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের এবং ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেয়া হতে পারে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply