‘বিপর্যয়’ আসার আগেই দুর্যোগ সংশ্লিষ্ট দুর্ঘটনায় গুজরাটে ৭ জনের মৃত্যু

|

প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর প্রভাবে পাকিস্তান ও ভারতের একাংশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। এরইমধ্যে দুর্যোগ সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের গুজরাটের ৭ বাসিন্দা। খবর জি নিউজ ও রয়টার্সের।

এই ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে পাকিস্তানের উপকূলীয় এলাকা থেকে ১ লাখের বেশি মানুষকে সরানো হচ্ছে নিরাপদ আশ্রয়ে। মঙ্গলবার (১৪ জুন) রাত থেকেই সিন্ধু প্রদেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা সংকেত। তাছাড়া, বন্দরনগরী করাচিতে ১১৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আবহাওয়াবিদরা বলছেন, করাচি উপকূলে ঘূর্ণিঝড়টি বুধবার আঘাত হানবে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। ঘূর্ণন বেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। যার প্রভাবে ৩০ ফুট পর্যন্ত হতে পারে জলোচ্ছ্বাস। বৃহস্পতিবার নাগাদ ভারতের গুজরাটের দিকে সরবে এই ঘূর্ণিঝড়। এরইমধ্যে ৩০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে গুজরাট প্রশাসন।

উল্লেখ্য, সাইক্লোন ‘বিপর্যয়’ এর নামকরণ করেছে বাংলাদেশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply