মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

সিরিজের একমাত্র টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছে আফগানিস্তান। ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল। এই টেস্টে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

আফগান অধিনায়ক টস জিতে বলেন, গত সপ্তাহ ধরেই বৃষ্টি হচ্ছে, আর উইকেটটাও একদম সতেজ। প্রথম সেশনে নতুন বলে আমরা সেরা পারফরমেন্স দেয়ার চেষ্টা করবো। গতবার আমরা জিতেছিলাম। দলের সবাই আত্মবিশ্বাসী। রশিদ না থাকায় আফসোস হচ্ছে। তবে স্বাস্থ্য সবার আগে। এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য তাকে আমাদের দরকার। দুই সিমার, দুই স্পিনার ও একজন অলরাউন্ডার আছে দলে।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, টস জিতলে আমরাও ফিল্ডিং নিতাম। অধিনায়কত্ব পেয়ে অবাক হয়েছিলাম। তবে এখন গর্ব হচ্ছে।

বাংলাদেশ একাদশ: ১। জাকির হোসেন, ২। মাহমুদুল হাসান জয়, ৩। নাজমুল হোসেন শান্ত, ৪। মমিনুল হক, ৫। মুশফিকুর রহিম, ৬। লিটন দাস, ৭। মেহেদী হাসান মিরাজ, ৮। তাইজুল ইসলাম, ৯। তাসকিন আহমেদ, ১০। শরিফুল ইসলাম, ১১। এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: ১। ইবরাহিম জাদরান, ২। আবদুল মালিক, ৩। রহমত শাহ, ৪। হাশমাতুল্লাহ শহিদি, ৫। নাসির জামাল, ৬। করিম জানাত, ৭। আফসার জাজাই, ৮। আমির হামজা, ৯। জহির খান, ১০। নিজাত মাসুদ, ১১। ইয়ামিন আহমাদজাই।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply