কোরবানির জন্য চাহিদার চেয়ে অতিরিক্ত পশু আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

|

এ বছর কোরবানির পশুর চাহিদা ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি। বিপরীতে কোরবানিযোগ্য পশু রয়েছে ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজর ৩৩৩টি। মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১৪ জুন) সকালে সচিবালয়ে কোরবানির পশু ব্যবস্থাপনা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। বললেন, চাহিদার চেয়ে বেশি থাকায় এবার ভারত বা মিয়ানমার থেকে কোরবানির পশু আমদানি করতে হবে না। কোরবানির সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন গরু আসতে না পারে, এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

যারা খামার বা নিজ বাড়ি থেকে পশু বিক্রি করবেন তাদের হাসিল দিতে হবে না বলেও এ সময় উল্লেখ করেন প্রাণিসম্পদ মন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply