আমরা ভালো কাজ করে থাকলে জনগণ ব্যালটের মাধ্যমে উত্তর দিবে: ধর্ম প্রতিমন্ত্রী

|

জামালপুর প্রতিনিধি:

আমরা ভালো কাজ করে থাকলে জনগণ ব্যালটের মাধ্যমে উত্তর দিবে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান।

বুধবার (১৪ জুন) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আর যদি ১০টি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পান তাহলে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে নয়, উন্নয়নশীল দেশকেও ছাড়িয়ে যাবে। নৌকা প্রতীকের প্রতি বিশ্বাস রেখে আগামী নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে যার যার ভোট দিবেন। আমরা যদি ভালো কাজ করে থাকি তার উত্তর জনগণ ব্যালটের মাধ্যমে দিবে বলেও জানান তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ইসলামপুর পৌর এলাকার ৯০০ পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চেক প্রদান করেন। বৃহস্পতিবার ইসলামপুরের বিভিন্ন ইউনিয়নের আরও ১৫শ’ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক প্রদান করা হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply