টঙ্গীতে তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

|

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরে টঙ্গীর শিল্পনগরীর বিসিকে তুরাগ নদীর দু’তীরে অবৈধ স্থাপনা অপসারণ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযান পরিচালনা করছেন বিআইডব্লিউটিএ’র ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার।

বুধবার (১৪ জুন) সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়, শেষ হবে বিকেল ৫টায়। উচ্ছেদ অভিযানে একটি পোশাক কারখানা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার জানান, সকাল ১০টায় টঙ্গীর বিসিক থেকে অভিযান শুরু হয়। এ সময় তুরাগ নদীর পাড়ে তথা নদীর সীমানা প্রাচীরের ভেতরে থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। তুরাগ নদীর দু’পাশে সীমানা দখল করে কেউ ছাড় পাবে না বলেও জানান তিনি। অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply