বর্তমানে বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই: আমির হোসেন আমু

|

ছবি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু

ঝালকাঠি প্রতিনিধি:

বর্তমান বাংলাদেশে খাদ্যের কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। বলেন, বিএনপির আমলে এ দেশে খাদ্যের ঘাটতি ছিল।

বুধবার (১৪ জুন) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের হলরুমে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বিএনপির আমলে সারের জন্য কৃষক গুলি খেয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিনামূল্যে কৃষকেরা সার ও বীজ পাচ্ছে। দেশে আজ কোনো অভাব নেই।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম এবং জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply