‘বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের নীল নকশা করছে সরকার’

|

সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের নীল নকশা করছে। এমন অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

বুধবার (১৪ জুন) বিকেলে নয়াপল্টনে রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে বিক্ষোভের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তিনি বলেন, দেশে আইনের শাসন নেই। তাই সরকার বেআইনিভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের আটক করছে।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার দুর্নীতির ওপর প্রতিষ্ঠিত। ঘুষ-দুর্নীতি জায়েজ করতে আবারও ক্ষমতায় থাকার চেষ্টা করছে তারা। কিন্তু দেশের জনগণ জেগে উঠেছে বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply