রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি অ্যালেইন বারসেট। এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
স্থানীয় সময় দুপুরে জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রপতির দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ সময় দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয় দু’দেশের রাষ্ট্রপ্রধানের। পরে ‘নলেজ অ্যান্ড স্কিলস এনহ্যান্সমেন্ট বিটুইন সুইজারল্যান্ড অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক সমঝোতা সই হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষর-দক্ষতা প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের অংশীদারিত্বের পথ প্রশস্ত করবে।
ইউএইচ/
Leave a reply