মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ৭ ওভারে ২০ রান তুলতেই বাংলাদেশের শেষ পাঁচ উইকেট তুলে নেয় আফগানিস্তান। তবে টাইগার পেসাররাও নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে সেশনের বাকিটা সময়। লাঞ্চ বিরতির আগে ৩৫ রান তুলতেই টাইগার পেসাররা প্যাভিলিয়নে ফেরায় ৩ আফগান ব্যাটারদের। এবাদত হোসেনের পেস আগুনে উড়ছে বাংলাদেশ শিবির। আফগানরা এখনো পিছিয়ে আছে ৩৪৭ রানে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে ৩৮২ রানে অলআউট করে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে আফগানিস্তান। যদিও শুরুতেই বিদায় নিতে পারতেন ইব্রাহিম জাদরান। লিটন দাসের ক্যাচ মিসে পান নতুন জীবন। তবে এই শরিফুলই তুলে নেন ইব্রাহিমকে। ইনিংসের ৬ষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ইব্রাহিম ফের ক্যাচ তুলেন লিটনের হাতে। পরের ওভারে এবাদত এসে এক্সট্রা বাউন্সে ফেরান আবদুল মালিককে। এরপর আফগান শিবিরে আবারও এবাদত হানা দেন। টাইগার এ পেসার ফেরান ৯ রানে থাকা রহমত শাহকে।
১০.৪ ওভারে স্কোরবোর্ডে ৩৫ রান তুলতেই আফগানিস্তানের নেই তিন উইকেট। চরম ব্যাটিং বিপর্যয়ে থেকেই লাঞ্চের বিরতিতে যায় সফরকারীরা।
এর আগে ৮০.৩ ওভারে সময় নতুন বল হাতে নিতেই আফগান পেসাররা ঝরিয়েছে আগুন। আগের দিন হেড কোচ জোনাথন ট্রট মজার ছলে বলেছিলেন, ১০ রানের মধ্যে ৫ উইকেট নেয়ার কথা, এমনটাই হয়েছে বাস্তবে। তবে ১০ না ২০ রান স্কোরবোর্ডে এদিন যোগ করতেই বাকি পাঁচ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ। অভিষেকেই নিজাত মাসুদ নেন ৫ উইকেট।
/আরআইএম
Leave a reply