ইনজুরি থেকে ফিরে বোলিং অনুশীলনে সাকিব

|

ছবি: সংগৃহীত

ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে বল হাতে অনুশীলনে নেমেছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার (১৫ জুন) মিরপুরের ইনডোরে বল হাতে বোলিং অনুশীলন করেছেন বাংলাদেশের এই পোস্টার বয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়ার পর প্রথমবার বল হাতে তুলে নিলেন সাকিব। আফগানিস্তান সিরিজে টেস্ট মিস করলেও ওয়ানডে সিরিজে ফেরার পূর্ণ সম্ভাবনা আছে সাকিবের। গত কয়েকদিন নিয়মিত সময় ধরে রানিং করছেন তিনি। তবে নতুন বিষয়- ডান হাতের তর্জনীতে প্লাস্টার ছিল না। হাত নাড়াতে পারছিলেন ভালোভাবে। তাই বাম হাতে বোলিং করতে সমস্যা ছিল না সাকিবের।

জানা গেছে, আঙুলে আগের চেয়ে ভালো বোধ করছেন সাকিব। ছোট্ট রান আপে তাই বোলিং শুরু করেছেন। রানিং বাদ দিয়ে যেহেতু বোলিং শুরু করেছেন, তাই আজ সাকিবের সঙ্গীও পরিবর্তন হয়েছে। বিসিবির পুনর্বাসন প্রক্রিয়ার প্রধান জুলিয়ান ক্যালেফাতোর বদলে এদিন সাকিবকে সঙ্গ দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

বল করলেও আজই ব্যাট হাতে নিতে পারবেন না সাকিব। ১২ মে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়া সাকিবের পুরোপুরি সেরে উঠতে আরও দুই সপ্তাহের মতো লাগবে। তাই আপাতত বাম হাতে বোলিং অনুশীলন পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হচ্ছে সাকিবকে।

আরআইএম/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply