ডিবি পুলিশের হাতে দুই ‘জিনের বাদশা’ ধরা, হাতিয়ে নিয়েছে ৬ লাখ টাকা

|

পাবনা প্রতিনিধি:

জিনের বাদশা সেজে মোবাইল ফোনে প্রতারণা করে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আব্দুর রশিদ ও আবু মিয়া নামের দুই প্রতারককে গ্রেফতার করেছে পাবনা ডিবি পুলিশের একটি দল।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী। গ্রেফতারকৃতদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ উপজেলার মিরুপাড়া এলাকায়।

এর আগে বুধবার (১৪ জুন) রাতে পাবনা, গাইবান্ধা এবং বগুড়ার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পুলিশ সুপার জানান, পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর সারোরা পূর্বপাড়া এলাকার আরব আলী প্রাং এর মোবাইল ফোনে প্রায় ছয় মাস আগে অজ্ঞাতনামা ব্যক্তি জিনের বাদশা পরিচয় দিয়ে তাকে আল্লাহর নামে শপথ করিয়ে ধর্মীয়ভাবে ইসলামের নানা বিষয়ে মিথ্যা বুঝিয়ে ও প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় গত ১৪ জুন মামলা দায়ের করলে ডিবি পুলিশের একটি দল গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply